ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হালদায় আকস্মিক অভিযানে বালুভর্তি ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক

আবদুল আওয়াল রোকন, হাটহাজারী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ০৬:০৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

হালদার নদীর সত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে বালুভর্তি ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ৯টার দিকে তিনি এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বায়ান্ন কে বলেন, হালদার নদীর সত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে বালুভর্তি ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। পরে নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়।ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকারক যে কোন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নিয়মিত কঠোর অভিযান চলমান থাকবে।

সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করা হলো।