ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও আইস সহ নারী পুরুষ আটক

শহীদুল ইসলাম সোহাগ, টেকনাফ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৪:৫২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ( নারী -পুরুষ) দুই মাদক কারবারি কে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৬৫ হাজার ইয়াবা ও অর্ধ (আদা) কেজি ক্রিস্টাল মেথ বা আইস। আটকরা হলেন টেকনাফ ২৪ নং রোহিঙ্গা ক্যাম্প লেদার মৃত আবুল বাশারের ছেলে একরাম উদ্দীন (২৩) ও উখিয়া বালুখালী ১৮ নং এইস ব্লক রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুকের স্ত্রী হাসিনা বেগম (৩০)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে ইয়াবা ও আইস ক্রয় বিক্রয়ে মাদক কারবারি দ্বয় নিজ হেফাজতে মজুদ রেখেছে এমন খবরে সাবরাং মৌলভী পাড়া পাকা রাস্তার উপর হতে ৬০ হাজার পিস ইয়াবা ও টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লান পাড়ার বেগমের বাড়িতে ৫ হাজার পিস ইয়াবা এবং অর্ধ কেজি আইস সহ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের জিজ্ঞাসা বাদের স্বীকার উক্তি মতে ৬৫ হাজার পিস ইয়াবা ও অর্ধ কেজি (আদা কেজি) আইস উদ্ধার করা হয় যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪কোটি টাকা।

আটক দুই জন কে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।