ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাগরপুরের সন্তান চাই, নৌকার বিকল্প নাই' স্লোগানে ঐক্যবদ্ধ উপজেলা আ.লীগ

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : বুধবার ৩০ অগাস্ট ২০২৩ ০৮:৪৩:০০ অপরাহ্ন | রাজনীতি
 টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ আয়োজিত এক আলোচনা সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নাগরপুরের সন্তানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রেখেছে নাগরপুর উপজেলা আ.লীগ এর নেতৃবৃন্দরা। সোমবার (২৮ আগস্ট) বিকালে ধুবড়িয়া তে-রাস্তা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ. লীগ সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য হিসেবে আ.লীগ নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। 
 
উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, আমাদের কথা একটাই নাগরপুরের সন্তান চাই, নৌকার বিকল্প নাই। আমাদের বিপদে আপদে সুখে দুখে যে সবসময় পাশে থাকে এবং যার দিক-নির্দেশনা আমরা পাই, সে আমাদের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম ভাই। আমরা তার জন্যই নৌকার মনোনয়ন চাই। আমাদের দাবী আগামী সংসদ নির্বাচনে জাকিরুল ইসলাম উইলিয়াম অথবা তারেক শামস খান হিমু অথবা নাগরপুরের সন্তান এমন যেকোনো ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এদিকে, প্রধান অতিথির বক্তব্যে জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আজকে শত শত মানুষের এই উপস্থিতি প্রমাণ করে ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। ইনশা'আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরপুরের সন্তান হিসেবে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করলে আমি আপনাদের ভোটে বিজয়ী হয়ে এই আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবো।
 
এ সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটি'র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল এবং বিশেষ অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, মতিয়ার রহমান মতি, আজাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মানিত সদস্য আব্দুস সালাম প্রামাণিক, উপজেলা আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহিরুল আমিন, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. মশিকুর রহমান, আতিকুর রহমান লিল্টু, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন।