ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

রিয়াদ হাসান | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০৩:১৭:০০ অপরাহ্ন | রাজনীতি

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে আরও বলা হয়, অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির বিরুদ্ধে দখলদারি এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ কেন্দ্রীয় দপ্তরে জমা হয়। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করার জন্য কমিটিও গঠন করা হয়। গঠিত সেই তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

বায়ান্ন/আরএইচ/একে