ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট আব্দুল মুঈদ রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় তথ্য প্রকাশনা ও জন সংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, অধ্যাপক মুঈদ রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসায় অবস্থানকালে তার হঠাৎ বুকে ব্যাথা শুরু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন, অধ্যাপক মুঈদ আমাদের বিভাগের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। দোয়া
করি আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।