ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ মামলা, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ১৯ জুলাই ২০২৩ ০২:২৫:০০ অপরাহ্ন | রাজনীতি

 বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার পর ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তবে পুলিশ জানিয়েছে তাদের সুনির্দিষ্ট ৩টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি বলেন, 'রাত সাড়ে ৩ টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এরআগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।