জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১ এর দ্বিতীয় লেগের খেলা গতকাল পাবনা শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল দলকে ২ -১ গোলে পরাজিত করে পাবনা জেলা ফুটবল দল। প্রথম লেগে কুষ্টিয়া জেলা দল একই ব্যবধানে পাবনা জেলাকে পরাজিত করায় ৩-৩ গোলে সমতা বিরাজ করে। ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৩-২ গোলে পাবনা জেলাকে পরাজিত করে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে কুষ্টিয়া জেলা দল।
খেলার শুরুতেই কুষ্টিয়া জেলা দল আক্রমাত্বক ফুটবল খেলে মুহুর্মুহু আক্রমণ করে। তবে ফরোয়ার্ডের ব্যার্থতায় গোল বঞ্চিত হয়। খেলার ৩০ মিনিটে রেফারির বিতর্কিত পেলান্টির সিদ্ধান্তে ১ গোলে পিছিয়ে যায় কুষ্টিয়া। এর কিছুক্ষণ পরেই পাবনার স্টাইকারের অসাধারণ নৈপুণ্যে ২-০ গোলে এগিয়ে যায় পাবনা জেলা।
পিছিয়ে থেকে শুরু করা কুষ্টিয়া জেলা দ্বিতীয়ার্ধে ইমরানের পেলান্টি সুটআউটে ১ গোল পরিশোধ করে। খেলা শেষে রেফারির সিদ্ধান্ত দুই লেগ মিলে ৩-৩ গোলে সমতা হলেও হলুদ কার্ডের ব্যবধানে কুষ্টিয়া জেলা জয়লাভ করে। দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে যখন ফ্রেশ হচ্ছে তখন আবার সিদ্ধান্ত হলো খেলা ট্রাইব্রেকারের।
এর পর ট্রাইব্রেকারে কুষ্টিয়া জেলা দল ৩-২ গোলে পাবনা জেলাকে পরাজিত করে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এ সময় কুষ্টিয়া জেলার ফুটবল এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক খন্দকার সাদাত উল আনাম পলাশ, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, নির্বাহী সদস্য আলমগীর কবির হেলাল, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, মীর আইয়ুব হোসেন, কাদেরী সবু, আকরাম হোসেন।
এছাড়া সর্বদা খোঁজখবর রাখেন ডিএফএ কুষ্টিয়ার সভাপতি মকবুল হোসেন লাবলু। কুষ্টিয়া জেলার পক্ষে খেলায় অংশগ্রহণ করেন, ইমরান (অধিনায়ক), শাওন (গোলকিপার), ইমরান, তুষার,তৌহিদ,শিমুল,মঞ্জু, তানভির,শাওন,রুম্মন,তরিকুল,প্রান্ত,রনি,রাকিব। কুষ্টিয়া জেলা দলের কোচ ছিলেন মোঃ আকরাম হোসেন এবং টিম ম্যানেজার কাদেরী সবু।