বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ বিশ্লেষণাত্মক দক্ষতা, মানবিক মূল্যবোধ ও গবেষণার উপর একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের প্রাক্তন প্রধান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ও ইভ্যালুয়েশন—এর পরিচালক প্রফেসর ড. ফারজানা আলম।
সেমিনার শুরুর পূর্বে সকাল ৯:৩০ মিনিটে সিএসই বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ল্যাব পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপরে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মাঠে প্রোগ্রামিং, রোবটিক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট ক্লাবের স্টল পরিদর্শন ও সদস্য ফর্ম সংগ্রহ করেন।
সকাল ১০:৩০ মিনিটে বিশ্লেষণাত্মক দক্ষতা, মানবিক মূল্যবোধ ও গবেষণার উপর মূল সেমিনারটি শুরু হয়। সেমিনারে প্রফেসর ড. ফারজানা আলম মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের সাথে বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি বিষয়ে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন পরিচালনা করেন।
সেমিনারে উপস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, সিএসই বিভাগের কো—অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্ল্যা, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ সিএসই বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থী।
ছয়শত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সেমিনারে 'কোড হারবার: নেভিগেটিং চ্যালেঞ্জ সিজন ২.০' প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
আয়োজনের শেষাংশে বিকাল ৩ টায় সিএসই বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে একটি গবেষণা বিষয়ক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ