ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের গণ যোগদান সমাবেশ

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
বাঁশখালীতে ইসলামী আন্দোলনের সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাওলানা বেলাল নুর আজিজী।

বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণ যোগদান সমাবেশ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের মিয়ারবাজার চত্বরে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা মুফতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ যোগদান সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ড. মাওলানা বেলাল নুর আজিজী।
বিশেষ অতিথি ছিলেন, জামেয়া বায়তুল করীমের পরিচালক ও জামেয়া দারুল মা আরিফের মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী ও ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ছগির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা এইচ এম রুহুল্লাহ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, বামুক জেলা সদর মাওলানা মোজাম্মিলুল হক, দুবাই প্রবাসী মাওলানা রেজাউল করিম, মাওলানা আবুল কালাম, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা এসএম ফয়জুল্লাহ, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান, মাওলানা কলিম উল্লাহ, সৌদি আরব প্রবাসী হাফেজ রহমত উল্লাহ, মাওলানা ওমর ফারুক, জয়নাল আবেদীন চৌধুরী, মাওলানা আমান উল্লাহ হাছান, মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।
গণ যোগদান সমাবেশে বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলনে যোগদান করেন।
গণ যোগদান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাওলানা বেলাল নুর আজিজী বলেন, বিগত দিনে আওয়ামী স্বৈরাচারী সরকার ক্ষমতায় থেকে এদেশের ইসলামী শক্তির উপর নির্যাতন চালিয়েছিল। মসজিদের খতীব মিম্বরে কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারেনাই, ওয়ায়েজগণ মাঠে ময়দানে স্বাধীনভাবে বয়ান করতে পারেনি, সাংবাদিকগণ সঠিক তথ্য লেখালেখি করে তুলে ধরতে পারেনি। সবক্ষেত্রে জুলুমের রাজ্য কায়েম করেছিল পতিত আওয়ামী লীগের সরকার। গত ৫ আগস্ট হাসিনার পলায়নের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। মানুষ মুক্তি পেয়েছে। এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অগ্রভাগে থেকে আন্দোলন করেছে। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠান জন্যে, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন কাজ করছে। তিনি বলেন, আলেম ওলামা মাদরাসা ছাত্র তথা ইসলামী শক্তিকে বাদ দিয়ে এদেশকে এগিয়ে নেয়া যাবেনা। তিনি আলেমদের ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐকবদ্ধ হওয়ার আহবান জানান।