বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে ৪০ শতক জায়গার উপর খেলার মাঠ করে দিলেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাঠ ভরাট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বাঁশখালীর রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন পর মাঠের ব্যবস্থা হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী মাস্টার নজির আহমদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রায় ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া মাঠ ভরাট কার্যক্রম দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাছানের ছেলে মাওলানা জাকের আহমদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস ছবুর চৌধুরী। উপস্থিত ছিলেন, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দীন চৌধুরী, নজির আহমদ ট্রাস্টের প্রতিনিধি মাওলানা শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাস্টার মুরিদুল আলম, শিক্ষক মাওলানা নুরুন্নবী, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সহ সভাপতি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী বলেন, অনেক জনপ্রতিনিথি পদে থাকলেও ওয়াদা রক্ষা করেননা। সেই জায়গায় নজির আহমদ ট্রাস্ট কোন পদপদবী না থেকেও আমাদের ওয়াদা রক্ষা করেছেন। স্কুলে এতদিন মাঠ না থাকায় ছাত্রছাত্রীদের খেলাধুলা, এসেম্বলি এবং বিভিন্ন দিবস পালনে সমস্যা হত। এখন মাঠের ব্যবস্থা হওয়ায় এই সমস্যা লাঘব হবে। তিনি এজন্য মাস্টার নজির আহমদ পরিবারকে ধন্যবাদ জানান।
প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম বলেন, আমার বিদ্যালয়ে এতদিন মাঠ না থাকায় সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও দিবস পালনে খুব কষ্ট হত। ছাত্রছাত্রীরা খেলাধুলা ও এসেম্বলি করতে পারতনা। একটি মাঠ হওয়ায় আমাদের দীর্ঘ দিনের সেই সমস্যা সমাধান হল। বাঁশখালীর ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে মাঠের ব্যবস্থা করায় এলাকাবাসী মাস্টার নজির আহমদ পরিবার ও নজির আহমদ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, মাস্টার নজির আহমদ ট্রাস্ট বাঁশখালীর আর্থ সামাজিক উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এলাকায় বীজ কালভার্ট নির্মাণ, সড়ক ও রাস্তা সংস্কার, গরীব ও মেধাবি শিক্ষার্থীদের অনুদান ও বৃত্তি প্রদান, স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সেবামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাছাড়া দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা, বিয়ে সাদীতে সহায়তা, গরীব ও মেধাবীদের পড়ালেখার খরচ নির্বাহসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাঁশখালীর সাধারণ মানুষের মনজয় করতে সক্ষম হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ