ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি

রিয়াদ হাসান | প্রকাশের সময় : সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ০৪:১২:০০ অপরাহ্ন | রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডিত সব আসামির খালাসের খবরে গত দুদিন ধরে রাজধানীর নয়াপল্টন এলাকা সরগরম। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং প্রতিবাদমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা আজও অব্যাহত রয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। "তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে", "খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়িনাই", "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে"- এমন নানা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজপথে অবস্থান নেন। তাদের উচ্ছ্বাসে আশপাশের এলাকাজুড়ে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। উপস্থিত নেতাকর্মীরা বলেন, "এই রায় আমাদের জন্য এক নতুন দিনের সূচনা। তারেক রহমান আমাদের নেতা এবং আমরা তাকে দেশে ফিরে আসতে দেখতে চাই।"

উল্লেখ্য, রোববার (১ ডিসেম্বর) বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে তারেক রহমানসহ দণ্ডিত সব আসামি খালাস পান। আদালত বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করে এ সিদ্ধান্ত দেন।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত বলেন, "২১ আগস্ট হামলায় কে গ্রেনেড সরবরাহ করেছে, তা অভিযোগপত্রে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। এমনকি কে হামলা চালিয়েছে, সে সম্পর্কেও কোনো প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।"

রায় ঘোষণার পরপরই বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়। রোববার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা।

তবে নয়াপল্টনের উত্তপ্ত পরিবেশ ও দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশি তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। পুরো এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। এলাকাবাসী ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নেতাকর্মীদের দাবি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি খুব শিগগিরই নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তাদের বিশ্বাস, এই রায় দেশের রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় উচ্চ আদালতের এই রায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা যেমন খালাসের খবরে উচ্ছ্বসিত, তেমনি এর প্রভাব নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আগামী দিনগুলোতে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হবে, এমনটাই ধারণা বিশ্লেষকদের।

বায়ান্ন/আরএইচ/একে