রাশিয়া ও চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা তাদের বৈশ্বিক প্রক্রিয়া মূল্যায়নে একত্রিত হয়েছেন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কী করা দরকার, সে সম্পর্কে তাদের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছেন।
বেইজিং থেকে তাস জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ গণপ্রজাতন্ত্রী চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ডেপুটি চেয়ারম্যান ঝাং ইউকশিয়া'র সাথে একটি বৈঠকের পর একথা বলেন।
বেলোসভ বলেছেন, গতকাল আমরা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে খুব অর্থপূর্ণ আলোচনা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে, আমাদের পরিস্থিতির একটি অভিন্ন মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গি আছে এবং আমাদের একসাথে কী করতে হবে সে সম্পর্কেও আমাদের একটি অভিন্ন বোঝাপড়া আছে। .
তিনি উল্লেখ করেন যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার রুশ সমকক্ষ ভøাদিমির পুতিনের প্রচেষ্টায় দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। আমাদের কাজ হল এটিকে জোরদার ও বিকশিত করা।
বেলোসভ জোর দিয়ে বলেন, ফলপ্রসূ কাজ হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।