ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালখালীতে পুরাতনরাই পুনঃনির্বাচিত

বাপ্পা চৌধুরী ও তৌহিদুর রহমান | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ১১:২২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ছবি : নুরুল আজম।

দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সেই কড়লডেঙ্গা ইউপি'তে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হামিদুল হক মান্নান বেসরকারিভাবে জয়ী, বাকী ৬টিতে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীতরাই জয়ী,কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে দখল,হামলা ও এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। 

 
সারাদেশের মত ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালীতে ৭ ইউপি'তে ৫ জানুয়ারী(বুধবার) সকাল ৮টা থেকে শুরু হয় শান্তিপূর্ণ পরিবেশে সবকয়টি ইউনিয়নে ভোট প্রদান শুরু হলেও  শুরুর আগে ও পরে আহল্লা করলডেঙ্গা ইউপির তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা হামিদুল হকের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় অনেকে আহত হয় গণমাধ্যমকর্মীদের মাইক্রোবাসসহ আটটি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলাকারীদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আহমেদ অনিক,করলডেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হারুন ও চেয়ারম্যান প্রার্থী মহরম আলী।
 
সরেজমিনে দেখা যায়, দক্ষিণ করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট শুরুর আগে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুজন আহত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়।
 
 পরে সংঘর্ষ থেমে গেলে ভোট শুরু হয়। তবে ভোট শুরুর পর ওই কেন্দ্রে ফের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া করলডেঙ্গা কালন্দর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দফায় দফায় ফের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
 
এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, ভোটগ্রহণ শুরুর আগে ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
FB_IMG_1641401003564
 
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন 
৪নং শাকপুরা ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান মোনাফ,
৫নং সারোয়াতলী ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন,
৬নং পোপাদিয়া ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান এস এম জসিম,
৭নং চরণদ্বীপ ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান মোঃ শামশুল আলম,
৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান মোঃ মোকারম, 
৯নং আমুচিয়া ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান বাবু কাজল দে,
১০ নং আহল্লা করলডেঙ্গা ইউপিতে বোয়ালখালী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান মোঃ হামিদুল হক মান্নান।বেসরকারিভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ বর্তমান চেয়ারম্যান ছিলেন।
 
এর আগে নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বহনকারী ৭টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় অন্তত ৩ জন সাংবাদিক আহত হয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টার দিকে বোয়ালখালীর ১০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আহালা আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
 
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার শাহেদা পিয়া প্রতিবেদককে জানান, 'নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে আমরা কেন্দ্রে পৌঁছালে ভোটকেন্দ্রের বাইরে সাংবাদিকদের বহনকারী ৭টি গাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়।'
 
তিনি আরও বলেন, 'এতে ভাঙা কাচের আঘাতে একজন ক্যামেরা পার্সনসহ ৩ জন সাংবাদিক আহত হন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর পুলিশ সেখানে পৌঁছায়।'
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, 'আমরা বিষয়টি শুনেছি। কিন্তু হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। কেউ অভিযোগ করলে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।'