ঢাকা, বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জিসাস

রিয়াদ হাসান | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ০৭:২২:০০ অপরাহ্ন | রাজনীতি

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচি পালন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন- জিসাস। দিবসটিকে কেন্দ্র করে এদিন প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জিসাস আশুলিয়া থানা। এরপর জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন শীর্ষ নেতৃবৃন্দ।

11-15

এছাড়াও দিবসটি উপলক্ষে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর এবং গাজিপুর মহানগর জিসাসের নেতারা।

10-15

গাজীপুর মহানগরের দক্ষিণ খাইলকুর সোহাদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় অংশ নিয়ে জিসাস সভাপতি নাহিদ গুলনার ইভা বলেন, ১৮বছর আমরা কাজ করতে করতে পারিনি, এখন ইনশাআল্লাহ ১৮মাসের মধ্যেই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জিয়াউর রহমানের যেই লক্ষ্য ছিলো তা পৌঁছে দিতে পারবো।

এসময় জিসাসের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে সংগঠনের লক্ষ্য ও  উদ্দেশ্য বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জিসাসের সহ সভাপতি রিনা খান বলেন, বিএনপি করার কারণে আমি নির্যাতিত হয়েছি। থানা থেকে পুলিশ আশে, আমার ঘরকে নাকি পুলিশ ফাঁড়ি করবে। আমার সন্তানদের পুলিশ ধরতে আসে, যাতে আমি মাঠে না যাই। 

তিনি বলেন, আমরা বিএনপির আন্দোলন-সংগ্রামের সঙ্গী, আমরা খারাপ সময় ছিলাম, দলকে ছেড়ে যাইনি। ভালো সময়েও আমরা থাকবো।

অনুষ্ঠানে নেতাকর্মীরা জিসাসের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হোসেন রানাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।

বায়ান্ন/আরএইচ/পিএইচ