মিরসরাইয়ের ছাত্র- ছাত্রীদের উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদকমুক্ত থেকে নিজেকে গড়ে তুলতে হবে। ১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফজলুর রহমান ট্রাষ্টের উদ্যোগে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেদুর রহমান সুমু, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুঁইয়া, অধ্যাপক নুরুল আবছার উত্তর জেলা ছাত্রলীগ নেতা তানভীর হোসেন তপু ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস রহমান ট্রাস্টের সদস্য সেলিনা রহমান,দারিউস ফারিস রহমান, ১৬ ইউনিয়নের চেয়ারম্যান ২ পৌরসভার মেয়রসহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পৃষ্ঠপোষকতায় এস রহমান ট্রাস্টের অধীনে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় মিরসরাই উপজেলার A+ প্রাপ্ত ৩৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও প্রত্যেককে ৫০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।