রাঙ্গামাটি কাউখালী উপজেলায় অবৈধ ইটভাটা ও ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮শে মার্চ) কাউখালী উপজেলায় মাঝের পাড়া রহমান এন্ড কোং ইটভাটার মালিকপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪, ৫ ও ৬ ধারা অনুযায়ী ও ইটভাটায় পাহাড়ের মাটি কেটে ব্যবহার ও অবৈধভাবে বনের কাঠ পোড়ানো, লাইসেন্স না থাকায় মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া।