ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ

জাহেদ হাছান তালুকদার। | প্রকাশের সময় : শনিবার ১৮ মার্চ ২০২৩ ০৪:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দবাড়ি সমাজ কল্যাণ ঐক্য সংঘের উদ্যোগে বিনামূল্যে দুস্থ  ৪০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ৩০ জনকে স্কুল পোশাক দেয়া হয়েছে। 
 
শনিবার (১৮ মার্চ) সকালে সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্ঠা ব্যবসায়ী মো. মাহাবুবুল আলম সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। উদ্বোধক ছিলেন সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্বাছ। সৈয়দবাড়ি সমাজ কল্যাণ ঐক্য সংঘের সাংগঠনিক সম্পাদক অজয় বড়ুয়া'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু সায়েম, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুবায়েত রাশেদ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। বক্তব্য দেন সৈয়দবাড়ি সমাজ কল্যাণ ঐক্য সংঘের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক ওবাইদুল আলম রিপন শিহাব উদ্দিন মানিক, বিজয় বড়ুয়া, সদস্য মো. তুষার, মো. জিসান, মো.আরাফাত, মো. সাকিব প্রমুখ।   আলোচনা শেষে শিক্ষার্থী স্কুল পোশাক ও ব্যাগ তুলে দেন অতিথিরা।