ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি আইনে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০২:২১:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সঙ্গে গত জুনে সই হওয়া পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন পরিণত করেছে রাশিয়া। রুশ সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স, বিবিসি

গত জুনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ সম্মেলন শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি সই করেন। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করতে এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইউক্রেন রাশিয়া সংঘাতের মধ্যে এই চুক্তি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে বলে মনে করা হচ্ছে।

বিবিসি বলছে, প্রকৃত সত্য হলো দুই নেতাই অনুভব করেছেন যে তাদের পরস্পরকে প্রয়োজন। পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলাবারুদ দরকার আর নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার দরকার অর্থ।

চুক্তিটি গত মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে এবং গত সপ্তাহে উচ্চকক্ষের অনুমোদন পায়। এরপর প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে একটি ডিক্রি সই করেন।

এসবি