ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন

রিদুয়ানুল হক সোহাগ, উখিয়া : | প্রকাশের সময় : সোমবার ২০ মার্চ ২০২৩ ০৫:০৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, বিনা কারণে স্থানীয়দের চাকরি থেকে ছাঁটাই, চাকরিতে স্থানীয়দের অগ্রধিকার, ও উৎসবভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবীতে উখিয়ায় শান্তিপূর্ণ মানববন্ধন করেছে স্থানীয়রা। 
 
সোমবার (২০ মার্চ) সকাল ৯ টার দিকে উখিয়ার শহিদ মিনার এলাকায় প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
 
মানবন্ধনে প্রায় ১২ টি দেশী বিদেশী সংস্থার শিক্ষা প্রকল্পের ৬ শতেরও বেশি শিক্ষক ও শিক্ষাীকরা অংশগ্রহণ করে তাঁরা বিভিন্ন দাবী জানান।
 
তাঁরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে ৬ বছর ধরে চাকরী করে আসছি, কিন্তু ৬ বছরে স্থানীয় শিক্ষকদের বেতন বাড়িয়েছে মাত্র ৫শ টাকা। পরিবহন ভাড়া বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দৃব্যমূল্যের দাম বাড়ার কারণে বর্তমান এই বেতনে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে , তাই বেতন বাড়ানোর দাবীত শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। 
 
বেতনভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা না বাড়ালে রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারগুলো এক যোগে বন্ধ করে ধর্মঘট পালন করার হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।
 
এদিকে স্থানীয় শিক্ষকদের বেতন ৬ বছরে বাড়ানো হয়েছে মাত্র ৫শ টাকা, অন্যদিকে একই প্রকল্পের অন্যন্য কর্মকর্তাদের বেতন বাড়লেও বাড়েনা শিক্ষকদের বেতন।
 
একই প্রকল্পে রোহিঙ্গা শিক্ষকদের বেতন বাড়িয়েছে তিন থেকে ৪ হাজার টাকা, কোনো কোনো সংস্থায় ৬ হাজারও বাড়িয়েছে বলে দাবী করেছেন আন্দোলকারীরা।
 
 
এদিকে মানববন্ধন শেষে আন্দোলকারীরা উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বেতন ভাতা বৃদ্ধিসহ নানা স্লোগান দিতে থাকে তাঁরা।
 
 
সেখানে দীর্ঘক্ষণ অবস্থান নেওয়ার পর এক পর্যায়ে আন্দোলনকারীদের কযেকজনকে ডেকে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
 
আন্দোলনকারীরা লিখিত কোনো দাবী থাকলে তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।