লোকালয় হতে শঙ্খিনী সাপ উদ্ধার করল হাটহাজারী রেঞ্জ। ০৬ জানুয়ারি ০৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাপটি উদ্ধার করে। হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের দৈনিক বায়ান্ন কে বলেন,শোভনছড়ি বিটের পাহাড়তলি'র সন্ধিপ পাড়া নামক
এলাকায় একটি শঙ্খিনী সাপ পাচারের উদ্দ্যেশে রাখা হয়েছে।এমতাবস্থায় জনাব মোজাম্মেল হক শাহ চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, চট্রগ্রাম উত্তর বন বিভাগ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে জনাব খন্দকার মনিরুল ইসলাম, ফরেস্টার ও সঙ্গীয় স্টাফ এবং SRT'BD টিম এর সহযোগীতায় অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় সাত(০৭) ফিট।পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাপটিকে বনে অবমুক্ত করা হয় ।বি'ব'ক মহোদয় ধারাবাহিক ভাবে বন্যপ্রানী উদ্ধারে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।