ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

শিকলবাহাকে হারিয়ে চ্যাম্পিয়ন আনোয়ারা ফুটবল একাডেমি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১০:৩০:০০ অপরাহ্ন | খেলাধুলা
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কেএম এজেন্সি আলহাজ আ জ ম নাছির উদ্দিন অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা ফুটবল একাডেমি। 
 
২৬ নভেম্বর (শুক্রবার) চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় শিকলবাহা স্পোর্টস একাডেমি ও আনোয়ারা ফুটবল একাডেমি।  
 
তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে খেলা অতিবাহিত হতে থাকে। নির্ধারিত সময়ে গোল না হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকার ৩-২ তে জয় পায় 
আনোয়ারা ফুটবল একাডেমি।
 
খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আনোয়ারা ফুটবল একাডেমির গোলরক্ষক মুহাম্মদ ইমন হোসেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
 
খেলা শেষে আনোয়ারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ফুটবলার আমিন ফারুকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন  আ জ ম নাছির উদ্দীন।