ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় ১৬ ইউনিয়নে ৬০ চেয়ারম্যান, সদস্য পদে ৫৮৩ প্রার্থীর মনোনয়ন জমা প্রদান

নাছির উদ্দিন | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ১১:১৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া উপজেলায় অনুষ্ঠিতব্য আগামী ৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচনে ১২ জানুয়ারী মনোনয়ন ফরম জমা প্রদানের শেষ দিনে উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত নারী সদস্য ১৪৯জন ও সাধারণ সদস্য পদে ৬৩৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।

তৎমধ্যে পুরানগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আ.ফ.ম মাহবুবুল হক সিকদার, কেঁওচিয়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ওসমান আলী ও মাদার্শা ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর সাথে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

গত ১১ ও ১২ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৫ পর্যন্ত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য, সাধারণ সদস্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উৎসব মূখর পরিবেশে মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন। ঢেমশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৪, পশ্চিম ঢেমশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১, কেওচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫, নলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪১, কাঞ্চনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৫, মাদার্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত সদস্য পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৭, চরতী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৫১, সোনাকানিয়ায় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৫২, খাগরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪০, ছাদাহা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০,

সাতকানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৫৬, আমিলাইষ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৮, পুরানগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৫, বাজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন, ধর্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ ও কালিয়াইশে ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট প্রতিদ্বন্দ্বিতার ফরম জমা প্রদান করেছেন।  অন্যদিকে পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ নাসির উদ্দীন এর অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন তার মনোনয়ন ফরম কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন। ফলে তিনি ঠিক সময়ে ফরম জমা দিতে পারেনি। তাই তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানান।