ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সিইউএফএলের সার উৎপাদন শুরু

রিয়াদ হোসেন; আনোয়ারা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ০৮:৫৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
অগ্নিকাণ্ডের চারমাস পর রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর উৎপাদন শুরু হয়েছে । 
 
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর থেকে রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানান সিইউএফএল কর্তৃপক্ষ। 
 
সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ কারখানাটি গত ২২ নভেম্বরে বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন। তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭হাজার মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন ১ হাজার মেট্রিক টন সার উৎপাদিত হবে বলে জানা যায়। 
 
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, কারখানায় আজকে থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আশা করছি কারখানা এবার পুরোধমে চালু করা যাবে। তবে কারখানাটি পুরাতন উৎপাদন ক্ষমতা কতটুকু সেটি চালু হওয়ার পর জানা যাবে।l