ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ড প্রেসক্লাবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১১ অগাস্ট ২০২৪ ০৯:২৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী সংগঠন সীতাকুণ্ড প্রেসক্লাবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয় আজ (১১-আগস্ট) রবিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া মোঃ রানা, মোঃ ইমরান, ফারহান সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক রেজাউল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন সহ প্রমুখ।

এসময় শিক্ষার্থী ও সাংবাদিকরা বলেন, দীর্ঘ ১৬ বছর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতা প্রথমে কোটা সংস্কার দাবি তুললেও সেটা গোটা দেশ সংস্কারের রুপ রেখায় পরিণত হয়। এতে ভারতীয় 'র' এজেন্ট ও ছাত্রলীগ কর্তৃক আমাদের ছাত্র ভাইয়েরা গুম,খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। আমরা নিহত বীর শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। আর বৈষম্যবিরোধী সাংবাদিক গঠনে তারুণ্যকে প্রাধান্য দিচ্ছি।দলীয় লেজুড়বৃত্তি বাদ দিয়ে সত্য এবং নিরপেক্ষভাবে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। মুলধারার সাংবাদিক বলে গলা ফাটিয়ে লাভ নেই যদি মনুষ্যত্ব না থাকে যদি জাতির ক্রান্তিলগ্নে সত্য তুলে ধরা না হয়।সাংবাদিক সমাজ কলুষিত নাহয় সেদিকে সবার নজর থাকবে।