ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

৪ ফেব্রুয়ারী সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৯:২১:০০ অপরাহ্ন | বিনোদন

আগামী ৪ ফেব্রুয়ারী সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সভা থেকে আলোচনা শেষে সোমবার নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, নির্বাচনের তফশীল মতে আগামী ১২ জানুয়ারি শহীদ টিটু মিলনায়তন, উচ্চারণ একাডেমি কার্যালয়ে ও সাতমাথায় সাংস্কৃতিক কর্মীদের বসার স্থানে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শহীদ টিটু মিলনায়তনস্থ উচ্চারণ একাডেমি কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ১৩ থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ১৯ জানুয়ারি আপিল গ্রহণ। ২০ জনুয়ারি আপিল শুনানী ও নিষ্পত্তি। ২২ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার। ২৩ জানুয়ারি চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে শহীদ টিটু মিলনায়তন, উচ্চারণ একাডেমি কার্যালয়ে ও সাতমাথায় সাংস্কৃতিক কর্মীদের বসার স্থানে। ৪ ফেব্রুয়ারি উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। গঠনতন্ত্র অনুযায়ি ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবারের নির্বাচন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কবি জয়ন্ত দেব ও এ্যাড. পলাশ খন্দকার। নির্বাচনী কার্যক্রম শহীদ টিটু মিলনায়তনস্থ উচ্চারণ একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।