ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আওয়ামী মৎস্যজীবী লীগের স্বীকৃতির বর্ষপূর্তি পালন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী লীগের

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ১০:৫৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির ২য় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ নভেম্বর) নগরীর দোস্ত বিল্ডিংস্থ উত্তর জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব লায়ন শফিউল আলমের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান,সভার সভাপতিত্ব করেন উত্তর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি এম হারুনুর রশিদ।
 
সভায় প্রধান অতিথি এম এ সালাম বলেন,বটবৃক্ষের মত রুপ নেয়া বাংলাদেশ আওয়ামীলীগ দলের প্রত্যেককে মূল্যায়ন করতে অন্যান্য অঙ্গসংগঠন,সহযোগী সংগঠনের মত মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
 
তিনি আরও বলেন আমরা মাছে-ভাতে বাঙ্গালী সেই ঐতিহ্যকে ধারণ করার লক্ষ্য মৎস্যজীবী লীগকে কাজ করতে হবে কারণ দেশের বৃহৎ একটি অংশ এই মৎস্য পেশার সাথে জড়িত,তাই মৎসজীবীরা সাংগঠনিকভাবে পরিচয় নিয়ে জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নকে এগিয়ে নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তা তার বক্তব্য বলেন,উত্তর জেলা মৎস্যজীবী লীগ অন্যান্য সহযোগী সংগঠনের মত বাংলাদেশ আওমীলীগের সকল আন্দোলন সংগ্রামে সকল উন্নয়নে উত্তর জেলা আওয়ামীলীগের ডাকে সাড়া দিবে দলের সহযোগী সংগঠন হিসেবে।
 
উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার মিম সাদীর কুরআন তেলোওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মোর্শেদুর আলম,যুগ্ম আহবায়ক রিমন মুহুরী,সদস্য মোঃ সোলেমান,মোঃ আলী আকবর,মোঃ জমিম উদ্দিন, মোঃ সাদী,ইঞ্জিনিয়ার জামাল,রনি দাশ রকেট,শেখ জাহেদুল আলম,মিরসরাই উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মোঃ সাহাব উদ্দিন,যুগ্ম আহবায়ক শরফ উদ্দিন হায়দার তপন, কমান্ডার আক্কাছ মিয়া,বীর মুক্তিযোদ্ধা একেএম আজাদ,ফেরদৌস আলম,মঞ্জু,মোক্তার হোসেন,রবি,জাফর,সীতাকুন্ড উপজেলার আহবায়ক মোঃ রফিক উদ্দিন,যুগ্ম আহবায়ক আবু বকর,সুনিল,হাটহাজারী উপজেলার আহবায়ক সৈয়দ মোঃ বয়ানসহ চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সকল উপজেলার আওয়ামী মৎস্যজীবী লীগের অন্যন্যা নেতকর্মীরা উপস্থিত ছিলেন।