ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা: ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭

এম এম লিংকন | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০১:৫২:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির একদল সমর্থকের হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তৎপর হয়েছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় তিনজন উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে এবং একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, সহকারী হাইকমিশনের ওপর হামলার ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

হামলার ঘটনায় সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা, ও সম্পত্তির ক্ষয়ক্ষতির মতো অপরাধ সংঘটিত হয়েছে। বাংলাদেশ সরকার এই ঘটনাকে পূর্বপরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনাটিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ঘটনার পর বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার করতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

হামলার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, হামলার সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা প্রাঙ্গণ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। এমনকি, হামলাকারীরা পুলিশের সামনেই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রাঙ্গণের সম্পত্তি নষ্ট করার সুযোগ পেয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২৮ নভেম্বর কলকাতায়ও একই ধরনের বিক্ষোভ হয়েছিল। আগরতলায় সহকারী হাইকমিশনের ওপর এই হামলা কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি উগ্র সংগঠনের সমর্থকেরা সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের হামলায় বাংলাদেশের পতাকার খুঁটি ভেঙে ফেলা হয় এবং সম্পত্তি নষ্ট করা হয়। এই আক্রমণের ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে এক ধরণের অস্বস্তি সৃষ্টি হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অন্যদিকে, বাংলাদেশ সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে।

বাংলাদেশের নাগরিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই ঘটনার দ্রুত সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

 

বায়ান্ন/এসএ