ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

কুলাউড়ায় গরিব ও দুঃস্থদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ১২:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চালতাপুর এলাকায় শীতার্ত গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী জানান, বিজিবি সবসময়ই সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ