ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ০৪:০৭:০০ অপরাহ্ন | জাতীয়

এবার খাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ির ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আবার রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের নিয়োগ দেওয়া হয়েছে। এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বায়ান্ন/একে