সবাই নেতা, কিন্তু সু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার থাকেনা। যেটা লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামের আছে। শুক্রবার (১০ মার্চ) দুপুরে বান্দরবান লামা পৌর "বীর বাহাদুর কানন" উদ্বোধন উপলক্ষে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মন্ত্রী বলেন, জহির লামা পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর পরেই তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে। সে আগামীতে মেয়র নির্বাচিত হলে প্রথম শ্রেনীতে উন্নীত হবে। তাই আগামী নির্বাচনে আমাকে ভোট দেন কিনা জানিনা, তবে মেয়র জহিরকে ভোট দিতে ভুল করবেন না। কারণ কাজের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে সে একজন সুযোগ্য নেতা।
এদিকে এর আগে সকাল ১০টায় মনোমুগ্ধকর প্রাকৃতিক বৈচিত্রময় ও নান্দনিক কারুকাজে সজ্জিত দৃষ্টিনন্দন পর্যটক আকর্ষক, শিশু, নবীন-প্রবীনসহ সব বয়সী মানুষের বিনোদনের লক্ষ্যে উদ্বোধন হলো বান্দরবানের লামা পৌর আঙ্গিনায় পার্কের আদলে গড়ে তোলা 'বীর বাহাদুর কাননে'র শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
একই সময় মন্ত্রী এক দিনের সফরে পৌর মেয়র মো. জহিরুল ইসলামের নিজের শ্রম, মেধা ও আন্তরিক প্রচেষ্টায় গড়ে তোলা লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মরহুম মো. ইসমাইল স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু কর্ণার, ভেনাস রিসোর্ট, গেস্ট হাউজ, মার্মা, ত্রিপুরা ও মুুরুং সম্প্রদায়ের ঘর এবং তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট -এর শুভ উদ্ভোধন করেন। এ সময় তিনি পার্কের সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং বিভিন্ন রাইডস পরিদর্শন করেন।
পরে "বীর বাহাদুর কানন" উদ্বোধন উপলক্ষে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পৌর মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিখুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
পরে পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা, বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ ও ‘লামার আলো’ কর্তৃক আয়োজিত সংবধর্ণায় গুনীজনদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।