চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়কের দুই পাশে অপরূপ এই ছবি তৈরি করেছে কচুরিপানার ফুল। ফুলটি কোনো সুবাস না ছড়ালেও এর নান্দনিক রূপে মুগ্ধ উপজেলার বাসিন্দারা।
গ্রাম বাংলার অতি পরিচিত সাধারণ একটি জলজ উদ্ভিদ কচুরিপানা। ঘ্রাণ না থাকলেও ময়ূরের পালকের মতো দেখতে কচুরিপানার ফুল নান্দনিক ও শিল্পোশোভন এবং এই ফুলের সৌন্দর্যে শিশু -বুড়ো সকলকে মুগ্ধ করে তুলছে । বিস্তীর্ণ জলাশয়। সবুজের মধ্যে সাদা, হালকা গোলাপি আর বেগুনির মিশেলে ফুটে আছে রাশি রাশি ফুল।