ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আমার ভাইকে আপনারা রক্ষা করেন, বশেমুরবিপ্রবির আটক রাফির বোনের আহাজারি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ অগাস্ট ২০২৪ ০৮:১৪:০০ অপরাহ্ন | শিক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) সি এস ই ৯ম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ আল রাফি কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে তার নিজ জেলা কুমিল্লা থেকে পুলিশ গ্রেফতার করেছে। 

 

 

কুমিল্লা জেলা কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ আল রাফি। কুমিল্লা জেলা কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ২৯তারিখ জেলার টমছম ব্রীজ এলাকায় রাফিকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে ককটেল পাওয়া গিয়েছে বলে জানা যায়।

 

 

 

রাফির গ্রেফতারের সত্যতা জানতে তার বড় বোন শামিমা আক্তার বর্ণার সাথে যোগাযোগ করলে শামিমা বলেন, " রাফিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেদিন রাফি রক্ত দিতে গিয়েছিলো। কিন্তু রাস্তায় পুলিশ তাকে আটক করে এবং রাফির কাছে ককটেল ধরিয়ে দেয়। এরপর তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করে। ঘটনাটি একজন পথচারী মোবাইলে ভিডিও করেছিলো। কিন্তু পুলিশ তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভিডিওটা ডিলেট করে দেয়। এরপর তাকে থানায় নিয়ে যায়।"

 

 

তিনি আরো বলেন, "আমার ভাইকে কেন বিস্ফোরক মামলায় আটক করা হয়েছে! আমার ভাই বিসিএস-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলো। কোটা আন্দোলনে না গেলে নিজেকে সে অপরাধী মনে করতো। সে তো কোনো অন্যায় করেনি। আমার ভাই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলোনা। ১৮তারিখে সে পুলিশের হাতে ১১টি রাবার বুলেট খেয়েছিলো। এখনো তার শরীরে ২টি বুলেট রয়ে গেছে। আমার ভাইকে আপনারা রক্ষা করেন।"