ঢাকা, সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

আরামবাগেই মহাসমাবেশ, শাপলা চত্বর থেকে ফিরছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৮ অক্টোবর ২০২৩ ০১:৩৯:০০ অপরাহ্ন | রাজনীতি

রাজধানীর আরামবাগেই মহাসমাবেশ করবে জামায়াত। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়লেও পরে তারা আরামবাগে ফিরে আসেন।

 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার পর নেতাকর্মীদের আরামবাগে ফিরে আসার আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা। এর সবাই শাপলা চত্বর থেকে ফের আরামবাগে ফিরে আসা শুরু করেন।

 

সকালে থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।

 

 

এর আগে, সকালে থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।

 

অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুই দিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা। দুই পাশে র‍্যাব ও পুলিশের উপস্থিতি থাকলেও তারা জামায়াতের কাউকে বাধা দেয়নি। নেতাকর্মীরা এলে রাস্তা ছেড়ে দেয় পুলিশ।