ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি নেতাদের ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ০৮:০১:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

 

শনিবার (২ ডিসেম্বর) বিকেল তিনটায় ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খানসহ ৫ সদস্য অংশ নেন।

 

শায়রুল বলেন, গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতারাসহ সারাদেশে হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করা হচ্ছে। এছাড়া গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধীদলের সম্ভাব্যপ্রার্থীসহ শতশত নেতাকর্মীকে ফরমায়েসি সাজা দেওয়ার বিষয়সহ একতরফা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

অন্যদিকে, বৈঠকের বিষয়ে কথা বলতে আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানকে একাধিকবার ফোন করলেও তাদের সাড়া মেলেনি।