ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয়ে হামলা করেছে আন্দোলনকারীরা। বুধবার (১৮ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ভাঙচুর চালায় তারা।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকাল তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিশ্বিবদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন। পরে তারা হল খোলা রাখার দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে দুর্বল করতে এ ষড়যন্ত্র করা হয়েছে। যখন সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে তখনই আন্দোলনকে থামানোর জন্য তারা এটা করেছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলা দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব।