ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের: সাফ জয়ী অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৮:০০ অপরাহ্ন | খেলাধুলা

 

সাফ জয়ী বাংলার মেয়েরা দেশে ফিরেছেন। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পরিকল্পনা মতো তাদের বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা। এ সময় কেক কেটে তাদের খাওয়ানোর পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

বিমান বন্দর থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের।’

 

 

এ সময় বর্ণাঢ্য আয়োজনে বরণ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, ‘সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।’

 

 

তিনি আরও বলেছেন, ‘যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’

 

নেপালকে ৩-১ গোলে হারিয়েই প্রথমবার নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা এসময় সবার ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, ‘এখানে যে মন্ত্রীমহোদয় ও আমাদের ফেডারেশনের স্যারেরা আছেন তাদেরকে ধন্যবাদ। সাউথ এশিয়ার ভেতর ভালো অবস্থান করেছি। এখন সামনের দিকে কীভাবে যাওয়া যায়, সেই প্রচেষ্টা থাকবে। অবশ্যই ধন্যবাদ জানাই বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন স্যারকে। আমরা আসলে কৃতজ্ঞ সবার কাছে।’