বন বিভাগের রাঙ্গামাটি কাপ্তাই রাইখালী রেঞ্জ ও সেনাবাহিনী অভিযানে দুটি গাড়ি সহ ৬ লাখ টাকার মূল্যবান কাঠ আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাইখালী রেঞ্জ ও কাপ্তাই ৫৬ সেনা জোন যৌথ অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া বটতল এলাকা হতে পাচারকালে দুটি কাঠ বোঝাই পিকাআপ গাড়ি সহ কাঠগুলো জব্দ করে।
এবিষয়ে রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম জানান, বিশেষ সংস্থার সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশ মোতাবেক যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
এসময় অভিযান চালিয়ে দুটি পিকাআপ গাড়ি বোঝাই ৩ শত ১২ ঘনফুট সেগুন, গামার, বল্লি আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। তবে পাচারকারীরা গাড়ি ও কাঠ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে এবিষয়ে একটি বন মামলা দায়ের করা হয়েছে বলে বন কর্মকর্তা জানান।