ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
মিডআইল্যান্ড কৌশল চালু করায়

কিছুটা যানজট মুক্ত চট্টগ্রাম নগরীর ৪ মোড়

রানা সাত্তার,চট্টগ্রামঃ | প্রকাশের সময় : রবিবার ৫ মার্চ ২০২৩ ১০:১৩:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
 
জিইসি,মুরাদপুর, বহদ্দারহাট, ২নং গেট মানেই তীব্র যানজটের অপর নাম।এইবার এই যানজট নিরসনের কাজ করছে সিএমপি ট্রাফিক বিভাগ ।
 
গত ৪মার্চ  সরেজমিনে দেখা যায়, এই চারটি  নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট হঠাৎ যানজট মুক্ত।আর এই পরিস্থিতি আনতে অনেকটা বেগ পেতে হয়েছে সিএমপি ট্রাফিক বিভাগের(উত্তর)। এটি সফল করতে গিয়ে দেখা যায় রাস্তার মোড় গুলিতে আগে জায়গার গাড়ি জায়গাতেই ঘুড়ানো শুরু করতো,যার কারনে দীর্ঘক্ষন জ্যামে পরে সবার গুরুত্বপূর্ণ সময় নষ্ট  হতো।বর্তমানে অস্থায়ী মিডআইল্যান্ড বসানোর কারনে মোড়ের মধ্যে গাড়ি ঘুড়ানো বন্ধ হয়ে যায় যার ফলে যানজট অনেকটাই কমে যায়।উল্টাপথে যাওয়ার সুযোগও বন্ধ হয়ে যায়।বর্তমানে বহদ্দারহাট মোড়,টার্মিনাল, কাপ্তাই রাস্তার মাথা মোড় পূর্বের তুলনায় বর্তমানে যানজট ও জ্যাম মুক্ত ট্রাফিক পয়েন্ট।ইতিমধ্যে এই ৪টি পয়েন্ট নজর কেড়েছে চট্টগ্রামবাসীর।এদিকে রাস্তা দখল করে অবৈধ হকারদের থেকে দখলকৃত রাস্তা ও মানুষ চলাচলের ফুটপাত দখল মুক্ত করায় ভুমিকাও রেখেছে ট্রাফিক বিভাগ(উত্তর)।স্বস্তিতে ও নিশ্চিন্তে চলাচল করছে জনসাধারণ। 
 
এই বিষয়য়ে কামাল হোসেন টি আই(এডমিন) বলেন,জায়গায় গাড়ি ঘুড়ানো বন্ধ করায় এখন ট্রাফিক সদস্যরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে।আগে একটি মোড়ে ৫ থেকে ৭ জন ট্রাফিক সদস্য থাকলেও জটলা ক্লিয়ার করতে হিমশিম খেতে হতো।নতুন কৌশলে একজন অনেকটাই জটলা মুক্ত।চট্টগ্রামের প্রতিটি মোড় যদি এই কৌশলের আওতায় আসে যানজট মুক্ত চট্টগ্রাম হবে বলে আশাবাদী।যানজট ও জনসাধারণের ভোগান্তির  কথা ভাবতে গিয়ে আমাদের অনেক কিছু করতে হয় তা সবার পক্ষে যায় না,যাদের বিপক্ষে যায় তারা পিছনে সমালোচনাসহ বিভিন্নরকম হিতকর, লজ্জাজনক কাজে লিপ্ত হয়ে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে।তবে তাতে পুলিশ সদস্যরা তাদের অবস্থান থেকে  একটুও নড়বে না।

 

তিনি আরো বলেন,ফুটপাতে হকার না বসলে রাস্তাও জ্যাম ও যানজট মুক্ত থাকে।বর্তমানে আমরা নতুন মিডআইল্যান্ড দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি ।আমাদের সাথে জনসাধারণকেও এগিয়ে আসতে হবে।হকারদের আরো ত্যাগী মনোভাব হতে হবে।