ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে ৩৬০ দিনের কারিগরি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ০৪:৩১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে ৩৬০ দিন মেয়াদি জাতীয় দক্ষতা উন্নয়ন, বিভিন্ন কোর্সে শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতি শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।
 
 
বুধবার (১২জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলায় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'তে ৩৬০ দিন মেয়াদি জাতীয় দক্ষতা উন্নয়ন এ বিভিন্ন কোর্স চালু করা হয়।
 
এসময় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সোহেল হোসেন এর সভাপতিত্ত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, এবং খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকবৃন্দ।