কক্সবাজার জেলার চকরিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ চরপাড়া নুনাছড়ী স-মিল এলাকা থেকে ৩ হাজার ৮'শ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
শনিবার (১৩ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ডুলাহাজারা রিংভং ভাঙ্গা বিল্ডিং বন বিভাগের চেক পোষ্টের সামনে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা হারবাং ৪নং ওয়ার্ডে জমিদার পাড়ার মৃত শফিউল ইসলামের ছেলে মমতাজুল ইসলাম (৪৫)। পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা মাটিরাঙ্গা ইউনিয়নে ৬নং মৃত মোস্তফা শেখ এর ছেলে মিরাজ (৩৭), একই এলাকার তৈয়ব আলী'র মেয়ে মিনারা বেগম (৩৩), ওই জেলার নাজিরপুর পৌরসভা শ্রীরামকাটি, শিকদার বাড়ীর মৃত মতিয়ার রহমানের মেয়ে রুনা বেগম (৩৯)।
হারবাং পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক কাইছার হামিদ বলেন, শুক্রবার রাতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় জন্য ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে হারবাং বাজারের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হারবাং পুলিশ ফাঁড়ি তৎক্ষানিক সঙ্গীয় ফোর্সসহ উপজেলা হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ চরপাড়া হারবাং পুলিশ ফাড়িঁর সামনে চলাচল রাস্তার উপর নাম্বার বিহীন অটোরিক্সা গাড়ি সামনে আসলে। গাড়িতে থাকা যাত্রীকে তল্লাশি করে মমতাজুল ইসলামের থেকে ৩হাজার ৮'শ ইয়াবাসহ আটক করে। অপরদিকে, শনিবার কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের যোগে ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে ডুলাহাজারা রিংভং ভাঙ্গা বিল্ডিং বন বিভাগের চেক পোষ্টের সামনে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসময় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী পুবরী পরিবহন রেজিঃ চট্টঃ মেট্রো-ব-১১-০৩১৫ বাসে তল্লাশি চালালে ১১ হাজার পিস ইয়াবা সহ পুলিশ তিনজকে আটক করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দ্রন কুমার চক্রবর্তী বলেন,পৃথক ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।