ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

সীতাকুন্ড ব্যবসায়ীদের ভ্রমণের বাস দূর্ঘটনায় শিকার, নিহত ২,আহত ২০

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ১২:৫৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় সৌদিয়া বাসের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষে মীর আহমদ (৩৫) নামের বাসচালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫-২০ জন । নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা। অন্যজনের পরিচয় জানা যায়নি। তবে হতাহতের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী মালবাহী একটি ট্রাক ডুলাহাজারা পাগলিরবীল এলাকায় পৌঁছলে চাকা ফেটে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে  কক্সবাজারমুখী সৌদিয়া বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসচালক মীর আহমদ নিহত হয়েছে।  মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস যান চলাচল স্বাভাবিক করে।

 

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মোঃ সাফায়েত হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্ত করা যায় নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।

উল্লেখ্য আজ ভোর ৬টায় সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী সমিতি বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে বাসটি যাত্রা শুরু করে।