ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম অপহরণের শিকার এক ব্যক্তি, অপহরণের মূলহোতা গ্রেফতার

শান্ত ইসলাম দিপু | প্রকাশের সময় : রবিবার ৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৫২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রামে অপহরণকারীদের কবল থেকে এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছেন এলাকাবাসী।  এ ঘটনার মূল হোতাকেও গ্রেফতার করা হয়েছে।
 
 
গত রবিবার  ( ২১জানুয়ারি) আনুমানিক সকাল ১০.৩০ মিনিটে অপহরণ করলে দুপুর ১ টায় ব্যক্তিটিকে অপহরণ কারীদের হাত থেকে উদ্ধার করা হয়। 
 
অপহরণের শিকার ওই ব্যক্তির নাম সাদেক আক্কাস চৌধুরী (৬৬)
 
 
 
বিষয়টি এজাহারের সূত্র অনুযায়ী, 
চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এর উদ্দেশ্য যাওয়ার সময়,নতুন ব্রিজ থেকে অপহরণ শিকার হন সাদেক আক্কাস চৌধুরী। তিনি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে গ্রাম সিএনজির  মাধ্যমে  যাওয়ার পথে গাড়িটি নষ্ট হয়ে যায়, গাড়ি বন্ধ হওয়ার পর ব্যক্তিটি বাকলিয়া থেকে মেক্সিমা টেম্পু করে কোর্টের উদ্দেশ্যে রওনা হলে, অজ্ঞাত চারজন তাকে পথ আটকে জোরপূর্বক টেনে হিচড়ে কোতায়ালী থানাধীন ইকবাল রোড এনজীড কলোনীতে নিয়ে যায় ।  সেখানে নামাজ পড়বে বলে অপহরণকারীদের কাছে থেকে সময় নিয়ে, মসজিদে যায় ব্যক্তিটি। সেখান থেকে এলাকাবাসীর ও প্রশাসনের  সহযোগিতায়  উদ্ধার হন  ব্যক্তিটি। 
 
অপহরণের ঘটনায় সোমবার (২২ শে জানুয়ারি) ব্যক্তিটি কোতোয়ালি থানায় পাঁচ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে অভিযোগ করেন। 
 
পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অপহরণকারীদের খোঁজে মাঠে নামে। 
 
কৌশলে থানায় নিয়ে অপহরণকারীর দলের মূলহোতা সঞ্জয় বৈদ্য  ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। 
 
 
কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনায় অপহরণকারীকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডেরও আবেদন করা হয়েছে। এছাড়াও জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।