ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চন্দ্রঘোনায় সোলার স্টিক লাইট স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান বেবী

কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ ১২:২৭:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

অন্ধকারে আলো ছড়াতে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে সোলার স্টিক লাইট বসানোর প্রসংশনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এ উপলক্ষে সোমবার (২৯ নভেম্বর) চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার স্টিক লাইট বসানোর কাজের উদ্বোধন করেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বারঘোনা কেপিএম জামে মসজিদের পেশ ইমাম মৌওলানা আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, উপজেলা আওয়ামী পেশাজীবী লীগ সচিব আলী আকবর, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নজরুল ইসলাম লাভলু, উজ্জল ভট্টাচার্য, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আবু তালেব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম লুতু, নুরনবী, ইউপি সদস্য মোঃ মামুন, মনা, এরশাদ, সুমন, নয়ন প্রমুখ।
 
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জাপানী সংস্থা জাইকার অর্থায়নে এবং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউনিয়নের অন্ধকারাচ্ছন্ন এলাকায় ২০টি সোলার স্টিক লাইট বসানো হচ্ছে। সোলার স্টিক লাইট বসানোর কাজ সম্পন্ন হলে এলাকার বিভিন্ন স্থানের অন্ধকার দূর হবে বলে তিনি জানিয়েছেন।
 
উল্লেখ্য, এর আগে ইউনিয়মের বিভিন্ন স্থানে আরো ১৫টি সোলার স্টিক লাইট লাগানো হয়েছে।