জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে। এছাড়াও ইউনিট প্রতি আবেদন ফি কমানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি করা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও উপাচার্য কোটা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষায় একাধিক শিফটে অনুষ্ঠাতব্য ইউনিটের ক্ষেত্রে বরাদ্দকৃত মোট আসনকে সমহারে বণ্টন করে প্রতি শিফটে আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে সাত ইউনিটে। এরমধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (বি ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) অপরিবর্তিত রয়েছে। কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) সঙ্গে আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে (এইচ ইউনিট) এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (এ ইউনিট) সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়াও চারুকলা ও নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য সি১, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেইউ) এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা ই ইউনিটে অনুষ্ঠিত হবে।
ভর্তির আবেদন ফি সংক্রান্ত বিষয়ে অফিস আদেশে বলা হয়, এ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) আবেদন ফি ৭০০ টাকা, ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ + আইন অনুষদ + তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) আবেদন ফি ৫০০ টাকা, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৬০০ টাকা, আইবিএ-জেইউ পৃথক ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।