ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১
ট্রাম্প ২৪৮, কমলা ২১৬

জয়ের পদধ্বনি শুনছেন ট্রাম্প

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ১২:১৭:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প: বিবিসি

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ২৪৮ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার সংগ্রহে ২১৬। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।   

আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। 

নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস বলছে, ট্রাম্প ২৪৬টি এবং কমলা ২১০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এপির পূর্বাভাসেও অনেক ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পাওয়া অধিকাংশ সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।  

মার্কিন অনলাইন হাফিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, আর কমালা পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।

এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।

আর কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। 

নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট এবার রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে অন্যদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪২ আসন। 

বাইডেন আমলে সিনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্রেটরা। 

ইলেক্টোরাল কলেজের ভোটে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পই এ নির্বাচনে জিততে যাচ্ছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। দৈনিকটির রাজনৈতিক সাময়িকী ‘নিডলস’ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

পত্রিকাটির পূর্বাভাস বলছে, চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।

ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এসব অঙ্গরাজ্যে কোন দলের প্রার্থী জিতবে— তা আগে থেকে অনুমান করা যায় না বলে এগুলোকে বলা হয় সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য।

নিউইয়র্ক টাইমসের রাজনৈতিক সাময়িকী নিডলসের পূর্বাভাস বলছে, এই ৭ অঙ্গরাজ্যের চারটিতেই জয় পাবেন ট্রাম্প।