শিক্ষার্থীদের জীবন গঠন ও একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানের দক্ষতা বাড়াতে ঝিনাইদহ জিন্নাতুল কলেজিয়েট স্কুলে কুইজ প্রতিযোগিতা ও আলচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট ২৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩০ মিনিট সময়সীমার এ কুয়িজ প্রতিযোগিতার বিষয়বস্তু থাকে বাংলা, ইংরেজি, গনিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও ঝিনাইদহ জেলা সম্পর্কিত প্রশ্ন। ৩০ নম্বরের কুইজ প্রতিযোগিতা পরীক্ষায় প্রত্যেক ক্লাস থেকে ১০ জন করে মোট ৩০ জন উত্তীর্ণ হয়। ৩০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রত্যেক ক্লাস থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বাছাই করে তাদের মাঝে উপহার হিসাবে জ্যামিতি বক্স ও প্রাইজ বন্ড বিতরণ করা হয়। পরে এক আলচনাসভা অনুষ্ঠিত হয়।
আলচনাসভায় উপস্থিত ছিলেন, রেডিয়েন্ট কনসরটিয়াম লিমিটেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল রশো (অবঃ), জবেদা খাতুন একাডেমির অদ্যক্ষ জনাব সাইফ- উজ- জামান, অদ্রিশ দীপংকর, জান্নাতুল মাওয়া অত্রীসহ অন্যান্যরা।
বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন সেই সাথে অন্যান্য স্কুলের চেয়ে জিন্নাতুল কলেজিয়েট স্কুলের বিশেষত্ব তুলে ধরেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ