ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ ০৩:৪১:০০ পূর্বাহ্ন | আইন-আদালত
 
ঝিনাইদহে অস্ত্র মামলায় মনিরুল ইসলাম (৩০) নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৪ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ জানুয়ারি সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রাম থেকে একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামের একজনকে আটক করে সদর থানা পুলিশ। এ ঘটনায় ওই দিন সদর থানার এস আই ফজলু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। 
 
দীর্ঘ ৫ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে অস্ত্র আইনের ২টি ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেন।