ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

শহীদুল ইসলাম সোহাগ,টেকনাফঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফের হ্নীলা রঙ্গেখালী র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১ টি দেশীয় অস্ত্র,  ৪ রাউন্ড গোলাবারুদ ও ১৮ হাজার পিস ইয়াবাসহ বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

০৭ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১০ টার দিকে  র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের আভিযানিক দলএ কজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য ওই স্থানে অবস্থান করছে মর্মে অবগত হয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ রঙ্গেখালী এলাকায় অভিযান পরিচালনা করে।   এসময় সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয় ।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার পরিচয় বেলাল উদ্দিন বলে জানান। তিনি টেকনাফ উপজেলার রঙ্গীখালী পশ্চিম পাড়া গ্রামের মৃত কবির আহম্মদের ছেলে ।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, আটক বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ অবৈধ অস্ত্রে ধারা দীর্ঘদিন যাবত অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। 

আটক বেলাল উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনকরার জন্য টেকনাফ মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়।