ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

তিন-চারটা বিয়ে নিয়ে সমাজের চোখরাঙানি যায়-আসে না: শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:৩০:০০ অপরাহ্ন | বিনোদন

টালিউড ইন্ডাস্ট্রিতে ২৭ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই সময়ে বহুবার প্রেম ও তিন-চারটা বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এসব বিষয় হাসিমুখে সামাল দিয়ে নিজের গতিতে এখনো ছুটে চলেছেন শ্রাবন্তী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘নানা ঝামেলার মধ্যে নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন, আমিই বাঁচব। আমার বিল কেউ ভরে দেবে না, বাড়ি-গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসবে না। আমার ছেলেকেও কেউ মানুষ করবে না। আমিই করব এগুলো। তার পাশাপাশি আমাকেও ভাল থাকতে হবে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, মা-বাবাকেও ধন্যবাদ যে আমি এ রকম একটা জীবন পেয়েছি। মা-বাবা যত দিন রয়েছেন তাঁদের সান্নিধ্যে রয়েছি। দর্শকের জন্য আরও ভাল কাজ করতে চাই, এটুকুই। বাকি কে কী বলল, আমার কিছু এসে-যায় না।’

474683724_1172485507576882_6352734662472580703_n

অল্প বয়সে মা হয়েছেন শ্রাবন্তী। মা হওয়ার পর অভিনয়ও চালিয়ে গেছেন। ছেলে এখন বড় হয়েছে। বলা চলে, বন্ধু হয়েই তাঁর সঙ্গে বেড়ে উঠছে ছেলে অভিমন্যু।

শ্রাবন্তীর কথায়, “আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু, ভাইবোনের মত। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে, ‘তোমার মধ্যে কোনও দিন পরিণতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে! আমি বলি, আমার এ রকমই ভাল লাগে।”

476116249_1178853343606765_5212528679779028518_n

আপাতত বিয়ের সিদ্ধান্ত নেই বলেন জানান শ্রাবন্তী। তিনি জানান, বর্তমানে বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁর। ভবিষ্যতে করবেন কিনা সেটাও ঠিক নেই। আপাতত জীবন উপভোগ করছেন তিনি।

475051916_1174035054088594_2623080366485947261_n

প্রেমের প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘সব সময়য় প্রেমে তো থাকি। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে। সব কিছুতে আমার একটু সময় লাগে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটা বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিছু যায়-আসে না’। সূত্র: আনন্দবাজার

বায়ান্ন/একে