হেডলাইন ও থাম্বনেলে দারুণ চমক, অথচ কনটেন্ট অন্তঃসারশূন্য। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশে আনা এসব কনটেন্টের বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে ইউটিউব। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এসব ভিডিও।
এই বিষয়ে ইউটিউবের তরফে জানানো হয়েছে, ভারতে বহু কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না। যার জেরে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকেই নতুন নিয়ম নিয়ে আসবে ইউটিউব। এরপর এসব বিভ্রান্তিকর সব কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে।
ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। যাতে ব্যবহারকারীরা এখানে কোনো ভুয়া ও মিথ্যা তথ্য না ছড়াতে পারে সেদিকে কড়া নজর রাখবে ইউটিউব। কিছু কনটেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য শুধু ভিডিওতে ক্লিক করানো ও মানুষকে বোকা বানিয়ে আয় করা। বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই এই ঘটনা বেশি ঘটে। এক্ষেত্রে নয়া পলিসি চালু করে এসব কনটেন্ট ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে।
ক্লিকবেট কনটেন্ট কী?
এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। উদাহরণস্বরূপ, কোনো একটি কনটেন্টে টাইটেল ও থাম্বনেইলে দেখানো হলো অমিতাভ। ভিডিওর ওপরে ছবিও দেওয়া হলো অমিতাভের। অথচ কনটেন্টে ক্লিক করার পর দেখা গেল কোনো এলাকার কোনো এক অপরাধী গ্রেপ্তার হয়েছেন, যার নাম অমিতাভ। ঠিক এ ধরনের বোকা বানানো কনটেন্টে রাশ টানতেই এবার পলিসি বদলের পথে ইউটিউব।